উদ্যোক্তা তৈরীতে সহায়তা করে যাচ্ছে আনসার বাহিনী : উপমহাপরিচালক
প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৫, ১:৫৩:০৭ অপরাহ্ন
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের ৪টি জেলার ৪১ টি উপজেলায় একযোগে শুরু হয়েছে ১০ দিন মেয়াদি গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ-৪র্থ ধাপ ও নগর প্লাটুন ভিত্তিক টিডিপি মৌলিক প্রশিক্ষণ-২য় ধাপ। বালাগঞ্জ উপজেলার জেসমিন সাদ স্কুল এন্ড কলেজ এর হলরুমে রোববার মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সকল প্রশিক্ষণার্থীদের সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলার নির্দেশনা প্রদান করেন।বক্তব্যের শুরুতে তিনি হাওর-বেষ্টিত প্রত্যন্ত অঞ্চল থেকে আগত প্রশিক্ষণার্থীদের উক্ত কোর্সে স্বাগত জানান এবং তাদেরকে দক্ষতা অর্জন ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলে সমাজে আত্মনির্ভরশীল হিসেবে প্রতিষ্ঠা করার জন্য অনুপ্রাণিত করেন। উক্ত অঞ্চলের তুলনামূলক সুবিধাবঞ্চিত নারী প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা যেন অত্যন্ত দৃঢ়তা, প্রজ্ঞা এবং অধ্যবসায়ের মাধ্যমে এই প্রশিক্ষণের বিভিন্ন মডিউলসমূহের জ্ঞান অর্জন করে এবং পরবর্তীতে বাহিনীর বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলে, যাতে তারা নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক কল্যাণে ভূমিকা রাখতে পারে।
তিনি আরো বলেন, মহাপরিচালকের কল্যাণধর্মী কাজের অংশ হিসেবে প্রশিক্ষণকে আরো যুগোপযোগী ও কার্যকরী করার মাধ্যমে নব উদ্যমে এ প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। এ প্রসঙ্গে তিনি প্রশিক্ষণার্থীদের সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার এই মূলমন্ত্র ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, একজন খাঁটি সুনাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে হবে। একজন আদর্শ মানুষ হিসেবে সামাজিক শিষ্টাচার, বিবেক, মূল্যবোধ এবং নৈতিকতা চর্চার মাধ্যমে নিজেদের অনুকরণীয় মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন বাহিনীর মহাপরিচালক ভিডিপি সদস্যদের কল্যাণের কথা চিন্তা করে অনেক যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করছেন। মহাপরিচালকের সঞ্জিবনী প্লাটুন এমনই একটি যুগান্তকারী পদক্ষেপ।
তিনি আরো উল্লেখ করেন, প্রশিক্ষণের মাধ্যমে তরুণ তরুণীদের স্বাবলম্বী ও উদ্যোক্তা তৈরিতে সর্বাত্মক সহায়তা করে যাচ্ছে আনসার বাহিনী
এছাড়াও তিনি প্রশিক্ষণার্থীদেরকে গ্রামীণ জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা, বৃক্ষরোপণ, আইনশৃঙ্খলা রক্ষা,৷ দুর্যোগ ব্যবস্থাপনা, বাল্যবিবাহ প্রতিরোধ ও অন্যান্য জনকল্যাণ মূলক কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে উদ্ভুদ্ধ করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট জনাব তানিয়া আক্তার, ও বালাগঞ্জ উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, উপজেলা প্রশিক্ষিকা,দলনেতা-দলনেত্রী ও ৬০ জন প্রশিক্ষণার্থী। বিজ্ঞপ্তি