দোয়ারায় ব্র্যাকের অবহিতকরণ সভা
প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২৫, ৬:২২:০৬ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধে সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি (বিএইচপি)-এর জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আওতায় বুধবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবু সালেহীন খাঁন। সঞ্চালনা করেন ব্র্যাকের এরিয়া ম্যানাজার (ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচী) মাসুদ আলম। বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডাঃ মো. মতিউর রহমান।
এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব জনস্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলছে। এতে মানুষ প্রায়ই অসুস্থতায় ভোগছেন। এই প্রেক্ষাপটে স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, সহজপ্রাপ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্যবান্ধব জীবনযাপন গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ সময় দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিক্যাল অফিসার ডা: মো: শরিফুল ইসলাম, ডাঃ সরুয়ার জাহান সৈকত, ব্র্যাকের সিসিএইচ অফিসার মাহমুদুর রহমান, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য সোহেল মিয়া উপস্থিত ছিলেন।