ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব : কুলাউড়ায় জামায়াত আমীর
প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২৫, ১২:০৫:৪২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জাতি যেন তেন নির্বাচন চায় না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে।
আজ শনিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তুলাপুর ঈদগাহে ঈদুল আজহার নামাজ শেষে জামায়াত আমীর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। শৈশবের বহু স্মৃতি বিজড়িত নিজ গ্রাম তুলাপুর পাঁচগাঁও ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ আদায় করেন তিনি।
মুক্ত পরিবেশে আমীরে জামায়াত নামাজ আদায় করে গ্রামের সর্বস্তরের মানুষের সাথে কুশল বিনিময় করেন।
ডা. শফিকুর রহমান বলেন, পরপর তিন বার মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার নতুন ভোটার যুব সমাজকে ভোটের সুযোগ করে দিতে হবে। প্রধান উপদেষ্টা সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করবো। তবে দেশের সংকট শেষ হওয়া খুবই জরুরি।
ঈদের নামাজের পূর্বে আমীরে জামায়াত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি কোরআন ও হাদিসের আলোকে হজরত ইব্রাহীম আ: এর ত্যাগের শিক্ষা তুলে ধরে একটি কল্যাণকর আদর্শ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর আমীর হাফেজ মাওলানা সাইদুল ইসলাম, ছাত্রশিবির জেলা সভাপতি মো. নিজাম উদ্দিন, ভাটেরা ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল করিম ও ওয়ার্ড মেম্বার আব্দুল লতিফ প্রমুখ।