দোয়ারায় জামায়াতের ঈদ পুণর্মিলনী সভা
প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৫, ৮:২৪:০৭ অপরাহ্ন
দোয়ারাবাজার সংবাদদাতা:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পান্ডারগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। ঈদের আনন্দকে পরস্পরের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এ আয়োজন করে ইউনিয়ন শাখা।
শনিবার স্থানীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পান্ডারগাঁও ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা দিলোয়ার হোসেন এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন সেক্রেটারি আব্দুল হাই বশির।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলার সাবেক চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার কামাল উদ্দিন।
এছাড়াও আরও বক্তব্য রাখেন মাওলানা আলা উদ্দিন মানিক, রিয়াদুল হক মাহফুজ, মাওলানা শহিদুল ইসলাম মোশাররফ, প্রিন্সিপাল নজির আহমদ রাজু, মাওলানা আবুল হাসানাত, মাওলানা নজির আহমদ, জসিমউদ্দীন সরকার, মাহবুবুর রহমান রুকন, ইকরামুল হক মাজেদ ও ফাহিম আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে জামায়াত ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।