এবার ভারতে সাত আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৫, ৬:২৫:২৩ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক:
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ সাতজন আরোহী ছিলেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-এর বরাতে রয়টার্স এই খবর দিয়েছে।
রোববার উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর উদ্দেশ্যে যাত্রার সময় দুর্ঘটনার শিকার হয় হেলিকপ্টারটি। এএনআইয়ের খবরে বলা হয়, স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটের দিকে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে ছয়জন যাত্রী ও একজন পাইলট ছিলেন। যাত্রীদের মধ্যে পাঁচজন প্রাপ্ত বয়স্ক ও একজন শিশু। মাত্র ১০ মিনিটের যাত্রার পর হেলিকপ্টারটি কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশীতে যাওয়ার সময় একটি জঙ্গলে বিধ্বস্ত হয়।
উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাটি সকাল ৫টা ২০ মিনিটে ঘটে। প্রাথমিকভাবে প্রযুক্তিগত ত্রুটি ও খারাপ আবহাওয়াকেই দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে উড্ডয়নের পরপরই একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজটি আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পাঁচ মিনিট পর বিধ্বস্ত হয়।
টাটার মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার এই উড়োজাহাজে যাত্রী ও ক্রু মিলিয়ে ২৪২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে মাত্র একজন যাত্রী বেঁচে আছেন। তিনি ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক বিষ্ণু কুমার রমেশ।