বড়লেখার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১৬ জুন ২০২৫, ৬:২৮:২৪ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি :
বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল রোববার দুপুরে দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। কাউন্সিল নির্বাচনের ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৫০ জন কাউন্সিলার গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচন করেন।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হারুনুর রশীদ সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আব্দুস সহিদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাফিজ, উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার জয়নাল আবেদীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খছরু ও জাহিদুল ইসলাম মামুন, নির্বাচন কমিশনার অধ্যক্ষ আসুক উদ্দিন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন প্রমুখ।
সম্মেলন শেষে দক্ষিণভাগ দক্ষিণ ইউপি বিএনপির কার্যনির্বাহী কমিটির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৫ পদে (১৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন) ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলরদের সর্বোচ্চ ভোটে সভাপতি নির্বাচিত হন সাইফুল ইসলাম (১৮৩)। আব্দুল বাছিত সিনিয়র সহ-সভাপতি (১৮০), ফয়জুর রহমান সাধারণ সম্পাদক (৩০০), হাফেজ খলিলুর রহমান শাহীন সহ-সাধারণ সম্পাদক (১৯৪) ও অহিদ আহমদ সাংগঠনিক সম্পাদক (১৮৯) নির্বাচিত হন। সন্ধ্যা সাড়ে ৭টায় ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও প্রধান নির্বাচন কমিশনার জয়নাল আবেদীন।