হবিগঞ্জের মিরপুরে আশা ব্রাঞ্চের স্বাস্থ্য কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৫, ৭:৪১:৫৯ অপরাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মিরপুরে আশা স্বাস্থ্য কর্মসূচির কার্যক্রম বয়ঃসন্ধিকালীন পুষ্টি সচেতনতা ও সুষম খাদ্য, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং জরায়ুর ক্যান্সার প্রতিরোধ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বাহুবল উপজেলার আশা মিরপুর স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্যোগে চন্দ্রছড়ি গ্রামের কামাল মিয়ার বাড়িতে স্বাস্থ্য সচেতনতামূলক বিষয় নিয়ে কমিউনিটি হেলথ মিটিং এর আয়োজন করা হয়। উক্ত মিটিং এ সভাপতিত্ব করেন আশা মিরপুর ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার আহাম্মদ আলী।
স্বাস্থ্যসচেতনমূলক বিষয় নিয়ে আলোচনা করেন আশা মিরপুর স্বাস্থ্য সেবা কেন্দ্রের হেলথ সেন্টার ইনচার্জ প্রদীপ কুমার পাল এবং আশা স্বাস্থ্য সহকারী। উক্ত মিটিংয়ে প্রায় অর্ধশতাধিক সেবা গ্রহণকারী উপস্থিত ছিলেন।