সিলেটে করোনায় আরও ১ জন আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২৫, ৮:৩৭:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে নতুন করে করোনা ভাইরাসে আরও ১জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সিলেটে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে। গতকাল মঙ্গলবার (২৪ জুন) স্বাস্থ অধিদপ্তরের সিলেট বিভাগ এ তথ্য জানায়।
সিলেট স্বাস্থ্য বিভাগ জানায়, গতকাল মঙ্গলবার (২৪ জুন) ২৬ জনের করোনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বর্তমানে সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮জন। এদের মধ্যে ৫জন কোভিড চিকিৎসার জন্য বিশেষায়ীত হাসপাতাল শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া নর্থইস্ট, আলহারামাইন ও রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১জন করে করোনা আক্রান্ত ভর্তি রয়েছেন। অন্যদের মধ্যে ৫ জন নিজ দায়িত্বে বাড়িতে চিকিৎসাধীন। অপর দু’জন শহিদ শামসুদ্দিন হাসপাতাল চিকিৎসাধীন ছিলেন। তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সিলেটে মঙ্গলবার পর্যন্ত মোট ১৪১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।