৪৫ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ৮ জুলাই
প্রকাশিত হয়েছে : ২৫ জুন ২০২৫, ৯:১৭:৪৫ অপরাহ্ন
জালারাবাদ ডেস্ক : ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি)। গতকাল বুধবার (২৫ জুন) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে পিএসসি। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা (ভাইভা) শুরু হবে আগামী ৮ জুলাই।
এতে বলা হয়, ৪৫ বিসিএসের লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ ক্যাডারের ৪৮১ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের পদের ১০৪ জনসহ মোট ৫৮৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে [িি.িনঢ়ংপ.মড়া.নফ] অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে [যঃঃঢ়://নঢ়ংপ.ঃবষবঃধষশ.পড়স.নফ] পাওয়া যাবে। সময়সূচিতে যেকোনো সংশোধনের অধিকার কমিশনের আছে বলেও উল্লেখ করা হয়।