নবীগঞ্জে ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপর হামলার ঘটনায় আটক ১৩
প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৫, ৬:৪৮:১৫ অপরাহ্ন
সংবাদদাতা: হবিগঞ্জের নবীগঞ্জে মহাসড়কের উপর জনতা বাজারে কোরবানির পশুর হাট বসানোকে কেন্দ্র করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যদের উপর হামলার ঘটনায় ১৩ জনকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার দিনভর পানিউন্দা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান সময়ের আলোকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, ঈদের আগে সরকারি নির্দেশ অমান্য করে মহাসড়কের উপর জনতা বাজারে কোরবানির পশুর হাট বসানোকে কেন্দ্র করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা চালায় স্থানীয় দুষ্কৃতিকারীরা। পরবর্তীতে এ বিষয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
ওসি বলেন, শুক্রবার রাতে নবীগঞ্জ থানা পুলিশ উক্ত এলাকায় অভিযান চালিয়ে একজন আসামীকে গ্রেফতার করে। পরে গ্রেফতারকৃত আসামিকে থানায় নিয়ে আসতে চাইলে স্থানীয় লোকজন পুলিশের উপর হামলা চালায়। এসময় পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এনিয়ে সরকারী কাজে বাঁধা ও ভাংচুরের অভিযোগে শনিবার আরও একটি মামলা হয়।
তিনি বলেন, মামলার পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযানে ১৩জনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, অপরাধীদেরকে আটক করতে আমাদের টিম বিভিন্নভাবে কাজ করছে। এছাড়া আটককৃত আসামীদেরকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।