মালয়েশিয়ায় ৬ মাসে ২৬ হাজার অভিবাসী আটক
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৫, ৬:৪১:১১ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি:
মালয়েশিয়ায় ৬ মাসে ২৬ হাজার ২৩৬ অভিবাসীকে আটক করেছে দেশটি ইমিগ্রেশন বিভাগ। জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত ৬ হাজার ৯১৩টি অভিযান চালিয়ে মোট ২৬ হাজার ৩২৬ অভিবাসীকে আটক করা হয়েছে বলে ইমিগ্রেশন সূত্রে জানা গেছে। তবে আটক সংখ্যার মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি।
এ বিষয়ে অভিবাসন মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এক বিবৃতিতে বলেছেন, যে তার বিভাগ বিদেশী সমস্যা মোকাবেলায় অভিযান জোরদার করেছে এবং এই সময়কালে বিভিন্ন জাতীয়তার মোট ৯৭ হাজার ৩২২ জনকে পরীক্ষা করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) উতুসান মালে’র এক প্রতিবেদনে বলেছে, রেস্তোরাঁ এবং কারখানাসহ বিভিন্ন ক্ষেত্রের ১ হাজারেরও বেশি নিয়োগকর্তাকে সন্দেহজনক কর্মসংস্থান এবং অবৈধ অভিবাসীদের সুরক্ষা দেওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জাকারিয়া জানান, ৩ জুলাই পর্যন্ত পরিসংখ্যান নির্ধারিত মূল কর্মক্ষমতা সূচকের (কেপিআই) ৭০ শতাংশে পৌঁছেছে।
জাকারিয়া বলেন, তার বিভাগ অন্যান্য প্রয়োগকারী সংস্থা কর্তৃক পরিচালিত অভিবাসীদের গ্রেপ্তারের রেকর্ডও করেছে। স্পষ্টতই, ইমিগ্রেশন বিভাগ গ্রামীণ এবং শহরতলির এলাকাসহ দেশব্যাপী ২০০ টিরও বেশি অবৈধ অভিবাসী হটস্পট পর্যবেক্ষণ এবং চিহ্নিত করছে। আমরা অভিবাসন অপরাধকারীদের মোকাবেলা করার চেষ্টা করছি এবং এই বিষয়ে কোনও আপস করব না।