মালয়েশিয়ার নিয়োগকর্তাসহ আটক ৩১
প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০২৫, ৬:২২:৩৭ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের মিরি শহরে বিশেষ অভিযানে এক নিয়োগকর্তাসহ ৩১ জনকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। সোমবার পরিচালিত এ অভিযানে শহরের বিভিন্ন হটস্পট এলাকায় তল্লাশি চালানো হয়।
সারাওয়াক জেআইএমের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, অপ্স সাপু, অপ্স মাহির, অপ্স বেলাঞ্জা ও অপ্স সেলেরা নামে চারটি সমন্বিত অভিযানে ১৪ জন কর্মকর্তা অংশ নেন এবং পাঁচটি স্থানে একযোগে অভিযান চালানো হয়।
এ সময় মোট ৩৯ জনকে পরীক্ষা করে ৩০ জন বিদেশিকে আটক করা হয়, যাদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৫ জন নারী। এর মধ্যে বাংলাদেশি আছেন কিনা তা জানা যায়নি। আটককৃতদের বিরুদ্ধে অবৈধ প্রবেশ, মেয়াদোত্তীর্ণ অবস্থান এবং কর্মসংস্থানের উদ্দেশ্যে ভিজিট পাসের অপব্যবহারসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।