ইসিতে ব্যাংক হিসাব নম্বর ও গঠনতন্ত্র জমা দিল জামায়াত
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৫, ৮:৫১:১৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশনে (ইসি) দলের গঠনতন্ত্র ও ব্যাংক হিসাব নম্বর জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল বুধবার ইসিতে এ তথ্য জমা দেন সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও জামায়াত নেতা অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।
ইসির এক অতিরিক্ত সচিব এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্যাংক হিসাব নম্বর ও গঠনতন্ত্র জমা দিয়েছে। প্রসঙ্গত অনুকূল পরিবেশ না থাকায় এতদিন দলের ব্যাংক হিসাব খোলা যায়নি বলে দাবি করেছিল জামায়াতে ইসলামী।
গত আগস্ট মাসে নির্বাচন ভবনে সাংবাদিকের প্রশ্নের জবাবে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছিলেন, গত ১৫ বছর আমরা বাড়িঘরে থাকতে পারি নাই। ব্যাংক হিসাব খুলতে যাব কেন? ব্যাংক হিসাব খুলতে যদি যেতাম, আয়নাঘরে ঢুকতে হতো। উল্লেখ্য, রাজনৈতিক দলের নিবন্ধন শর্ত অনুযায়ী ইসিতে ব্যাংক হিসাব নম্বর ও ব্যাংকের নাম দিতে হয়।







