২ বছরে ইসরায়েলকে ৩৩ বিলিয়ন ডলার সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০২৫, ৮:১২:৫৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : গাজায় গত দুই বছর ধরে চলা ভয়ঙ্কর যুদ্ধ বন্ধে মূল ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধ চালিয়ে যেতে ইসরায়েলকে ৩৩ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে দেশটি। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সরাসরি ২১ দশমিক ৭ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে। ইয়েমেন, ইরান ও অন্যান্য আঞ্চলিক হুমকি মোকাবিলায় আরও ৯ দশমিক ৬৫ বিলিয়ন ডলার থেকে ১২ দশমিক শূন্য ৭ বিলিয়ন ডলার দেওয়া হয়।
এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধ চালাতে ইসরায়েলকে সামরিক সহায়তা হিসেবে মোট ৩৩ বিলিয়ন ডলার দিয়েছে। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির কুইনসি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্রাফট অ্যান্ড দ্য কস্টস অব ওয়ার প্রজেক্টের নতুন গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানায়, গত দুই বছরে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে গাজা যুদ্ধের জন্য সরাসরি ২১ দশমিক ৭ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিয়েছে। জাতিসংঘ এই যুদ্ধকে গণহত্যা আখ্যা দিয়েছে।
গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ফরেন মিলিটারি ফাইন্যান্সিংয়ের (এফএমএফ) মাধ্যমে ইসরায়েলে সরাসরি অস্ত্র সরবরাহ করেছে। এ থেকে এটাও বোঝা যায় যে, যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক সমর্থন ছাড়া দীর্ঘ সময় লড়াই চালিয়ে যাওয়া ইসরায়েলের পক্ষে সম্ভব নয়। এটা পরিষ্কার যে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) গাজায় এতটা ধ্বংসযজ্ঞ চালাতে পারতো না লেও গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়।





