বাংলাদেশিকে আটকে রাখার দায়ে মালয়েশিয়ায় চারজনের কারাদণ্ড
প্রকাশিত হয়েছে : ২৩ অক্টোবর ২০২৫, ৬:২৭:৩৮ অপরাহ্ন

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার পেনাং রাজ্যে এক বাংলাদেশি যুবককে অবৈধভাবে আটকে রাখার অপরাধে মিয়ানমারের দুই নাগরিকসহ চারজনকে দোষী সাব্যস্ত করেছে বুকিত মেরতাজম আদালত। দোষ প্রমাণিত হওয়ায় আদালত তাদের কারাদÐ ও জরিমানার আদেশ দেন।
বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেট রোশায়াতি রাদেলাহ-এর আদালতে অভিযুক্তরা দোষ স্বীকার করেন। এর মধ্যে মিয়ানমারের নাগরিক আলম শোবির (২১)-কে ১২ অক্টোবর গ্রেপ্তারের দিন থেকে কার্যকর হিসেবে পাঁচ মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে, মিয়ানমারের নাগরিক মোহাম্মদ রশিদ হুসাইন (৩৮) এবং মালয়েশিয়ার দুই নাগরিক মোহাম্মদ আদিব শাআদুন জুবির (৩৩) ও এম. লুকমান সাওয়াপিট (৩৪) প্রত্যেককে ২ হাজার রিঙ্গিত করে জরিমানা করা হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, চলতি মাসের ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পেনাংয়ের জুরু শিল্পাঞ্চলের বিজি স্পিডি লন্ড্রি অটো সিটি এলাকায় চারজন মিলে ৩৫ বছর বয়সি এক বাংলাদেশি যুবককে বেআইনিভাবে আটকে রাখেন। আদালত নির্দেশ দিয়েছেন, নির্ধারিত জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তিনজন অভিযুক্তকে অতিরিক্ত পাঁচ মাসের কারাদÐ ভোগ করতে হবে।
তারা দোষি প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছরের কারাদন্ড, ২ হাজার রিঙ্গিত জরিমানা অথবা উভয় দন্ডের বিধান রয়েছে।







