আইনজীবী সমিতির দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৫, ৭:১৬:৫৯ অপরাহ্ন
সিলেট জেলা আইনজীবী সমিতির মুসলিম সদস্যবৃন্দের উদ্যোগে বৃহস্পতিবার সমিতির ২ নম্বর বার হলের লাইব্রেরীকক্ষে সমিতির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) এর সভাপতিত্বে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জোবায়ের বখ্ত জুবের এর নির্দেশনায় এবং সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান ও সহ-সমাজ বিষয়ক সম্পাদক সৈয়দ রাব্বী হাসান তারেক এর যৌথ পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
সার্বিক সহযোগিতায় ছিলেন সমিতির যুগ্ম সম্পাদক-১ এডভোকেট মোঃ অহিদুর রহমান চৌধুরী ও যুগ্ম সম্পাদক-২ এডভোকেট মোঃ রব নেওয়াজ রানা এবং সহ সম্পাদক এডভোকেট এমাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ, এডভোকেট সাহেদ আহমদ ও এডভোকেট কাওছার আহমদ। আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কোর্ট জামে মসজিদের মোয়াজ্জিন।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্ল্যাহ চৌধুরী বলেন, সর্বক্ষেত্রে আমাদেরকে রাসুল (সাঃ) এর পথ অনুসরণ করে চলতে হবে। আমরা ভাগ্যবান রাসুল (সাঃ) এর উম্মত হওয়ায়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি-২ মোহাম্মদ মখলিছুর রহমান, লাইব্রেরী সম্পাদক হেনা বেগম, প্রধান নির্বাচন কমিশনার মোঃ ছয়ফুল আলম, সহকারী নির্বাচন কমিশনার মোঃ আব্দুল্লাহ আল হেলাল ও মোঃ কাওছার জুবায়ের, সমিতির সদস্য এডভোকেট মোঃ গিয়াস উদ্দিন, এডভোকেট এ.কে.এম. ফখরুল ইসলাম, এডভোকেট মোঃ আব্দুল মালিক, এডভোকেট আশিক উদ্দিন আশুক, এডভোকেট জুবের আহমদ খান, এডভোকেট মোঃ আলীম উদ্দিন, এডভোকেট মোঃ ছয়ফুল হোসেন। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এ.কে.এম. শমিউল আলম, এডভোকেট সামছুল হক, সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, এডভোকেট মোঃ আব্দুল কুদ্দুছ, এডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) সহ সমিতির আইনজীবী। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন জজকোর্ট জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী আব্দুল জলিল। বিজ্ঞপ্তি







