কালনীর ইঞ্জিন বিকল : সিলেটের পথে রেল যোগাযোগ ৩ ঘন্টা বন্ধ
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৫, ৮:৩৭:১৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জের মাধবপুরে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছিল। অবশেষে প্রায় তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সিলেট থেকে ঢাকাগামী কালনী ট্রেনটি মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকায় পৌঁছালে ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে।শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দে জানান, প্রায় এক হাজার যাত্রী নিয়ে কালনী এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার মতো ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে পড়ে। খবর পেয়ে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় মেরামত কাজ সম্পন্ন করে। পরে বিকেল ৩টার দিকে সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এদিকে, ইঞ্জিন বিকল হয়ে ট্রেন থেমে যাওয়ায় যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েন।
তবে এই সময়ের মধ্যে কোন ট্রেন ছেড়ে না যাওয়ায় রেল যোগাযোগ বন্ধ থাকলেও সার্বিক শিডিউল বিপর্যয় ঘটেনি বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দে।





