খালেদা জিয়ার সুস্থতা কামনায় কমল সাহিত্য পরিষদের দোয়া
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০২৫, ৮:৩০:৩৮ অপরাহ্ন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাদ মাগরিব সৃজনশীল সাহিত্য সংগঠন ‘কমল সাহিত্য পরিষদ’ সিলেটের উদ্যোগে এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুনের সহযোগিতায় নগরীর ইলাশকান্দি জামে মসজিদে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি মইনুল ইসলাম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাইদ মাহমুদ ওয়াদুদ, কমল সাহিত্য পরিষদ এর সভাপতি সাজন আহমদ সাজু, কবি জগলুল হক, কবি মাজহারুল ইসলাম মেনন, গীতিকার কয়েস আহমদ, কবি সুয়েজ আহমদ, আলোর অন্বেষণ’র ধর্ম বিষয়ক সম্পাদক হাসান আহমদ সানি, ইয়াসিন আহমদ মান্না, রিয়াজুল ইসলাম ও রুবেল আহমদ প্রমূখ।
মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইলাশকান্দি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশরাফ আলী মিয়াজানি। বিজ্ঞপ্তি




