সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের ত্রাণ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২৫, ৭:৩০:০০ অপরাহ্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি: শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজারে ত্রাণ বিতরণ, আলোচনা সভা ও পশ্চিম পাগলা ইউনিয়ন কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠান করেছে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠন। শুক্রবার বিকাল ৩টায় বাজারের বাসস্ট্যান্ড এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের পশ্চিম পাগলা ইউনিয়ন শাখার সভাপতি বজলুর রহমান বজলু।
নির্বাহী কমিটির সম্পাদক শাহাব উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য দেন সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাদিকুর রহমান সাদিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির সহ-সভাপতি মনর আলী, দপ্তর সম্পাদক মনাই মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক মঈন উদ্দিন, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক ছায়েদ মিয়া, সিনিয়র সদস্য মনর আলী, তাহিদ মিয়া, মাও. সেলিম আহমদ, জবর আলী, তৈয়বুর রহমান ও সদস্য হাবিবুর রহমান।




