গোলাপগঞ্জে নাইট হা-ডু-ডু টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ৬:২৯:৩০ অপরাহ্ন

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, খেলাধুলা সব শ্রেণি-পেশার মানুষের শরীর ও মনকে সুস্থ রাখে। অপরাধের পথ থেকে ফেরায়। সুস্থ-স্বাভাবিকভাবে জীবনযাপন করতে সহায়ক হয়। তাই আমাদেরকে ফেসবুক-ইউটিউবের আসক্তি থেকে বের হয়ে আগের মতো কায়িক খেলাধুলায় আগ্রহী হতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মোবাইল আসক্তি আশঙ্কাজনক হারে বেড়েছে। এতে মেধাশূন্য হয়ে পড়ছে তরুণ প্রজন্ম। তাদের এ পথ থেকে ফেরাতে হবে, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদের মূল ভূমিকা পালন করা প্রয়োজন।
তিনি রোববার রাতে গোলাপগঞ্জের বৃহত্তর চন্দরপুর সিএনজিচালিত অটোরিকশা শাখার উদ্যোগে ‘নাইট হা-ডু-ডু টুর্নামেন্ট’র উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। বুধবারীবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. আবু তাহের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন মাস্টার, বুধবারী বাজার ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সোহান, সিলেট জেলা যুবদল নেতা সুলতান মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক দৌলা হোসেন সুবাস, সিএনজি শাখার সাংগঠনিক সম্পাদক ও বুধবারীবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ। বিজ্ঞপ্তি





