বড়লেখায় বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০২৫, ৬:৩৮:৫২ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম।
ইউএনও গালিব চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন থানার ওসি মো. মনিরুজ্জামান খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কন্সালটেন্ট ডা. রামেন্দ্র সিংহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসএম রাশেদুজ্জামান বিন হাফিজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম জুবায়ের আলম, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা সমবায় অফিসার রোহেল উদ্দিন, উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেদুয়ানুল হক, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার হাবিবুর রহমান প্রমুখ।




