বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সিলেট বিএনপির শোক কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০২৫, ৭:১৬:৫২ অপরাহ্ন
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও গণতন্ত্রের অবিচল প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সিলেট মহানগর ও জেলা বিএনপি সাত দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে।
শোক কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকাল ৩টা থেকে সিলেট জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয় ‘তোপখানা, কাজির বাজার’-এ আনুষ্ঠানিকভাবে শোকবইয়ে স্বাক্ষর কার্যক্রম শুরু হয়েছে। আজ বুধবার থেকে আগামী সাত দিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত শোকবইয়ে স্বাক্ষর কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়া শোকের প্রতীক হিসেবে সাত দিনব্যাপী কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করবেন সিলেট জেলা ও মহানগর বিএনপি, তার আওতাধীন সকল ইউনিটসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।
সকল শোক কর্মসূচি যথাযথ ভাবগাম্ভীর্য, শৃঙ্খলা ও মর্যাদার সঙ্গে পালনের জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি





