জগন্নাথপুরে সংঘর্ষে প্রবাসীসহ আহত ১০
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৬, ৮:৪৪:০১ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে দুইপক্ষের সংঘর্ষে প্রবাসীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে, জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর মোকামবাড়ি গ্রামে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
সংঘর্ষে আহতরা হলেন, যুক্তরাজ্য প্রবাসী জুনেল মিয়া, তার মামা মস্তাব আলী, আবেদ আলী, আকলিমা বেগম, শাহ কবির মিয়া, তার ছেলে শাহনুর মিয়া, শাহ জামিল মিয়া, শাহ কামিল মিয়া ও তারেক মিয়া। আহতরা জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত শাহ কবির মিয়া অভিযোগ করে জানান, বিনা কারণে প্রতিপক্ষের দুই দফা হামলার ঘটনায় তারা আহত হন। তবে প্রবাসী জুনেল মিয়া জানান, তার বাড়ি হবিবপুর গ্রামে। বাড়ি জগন্নাথপুর মামার বাড়ি বেড়াতে গিয়ে তিনিসহ অন্যরা বিনা কারণে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে আহত হয়েছেন।




