আখালিয়ায় মার্কেট দখলে নিতে বিএনপি নেতাকর্মীদের হামলা
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ৯:৩১:১৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর আখালিয়া নতুন বাজার এলাকায় স্থানীয় বিএনপি নেতাকর্মী কর্তৃক মার্কেটের জায়গা দখলকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে আখালিয়া নয়াবাজার পয়েন্ট এলাকায় হামলায় নারীসহ ১০ জন আহত হন। তারা সকলেই স্থানীয় সরকারী কলোনীর বাসিন্দা বলে জানা গেছে।
হামলার জন্য স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দল নেতা শামসুল, রুবেল ও সাদ্দাম গংদের দায়ী করছেন স্থানীয়রা। সরকার থেকে লীজ নেয়া কলোনীর মার্কেট জোরপূর্বক দখল নিতে নিরীহ বাসিন্দাদের উপর অতর্কিত হামলা করা হয়েছে বলেও দাবী জানান আহতরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানা গেছে, নয়াবাজার পয়েন্ট সংলগ্ন এলাকায় সরকার থেকে লিজ নেয়া কলোনীর প্রকৃত মালিক ১০ পরিবার। বিগত সময়ে তারা সেখানে মার্কেট নির্মাণ করেন। আওয়ামী সরকারের আমলে এসব মার্কেট স্থানীয় আওয়ামী লীগ নেতা নজু মিয়া ও হাজী সেলিম জোরপূর্বক দখল করে ভাড়া আদায় করতো। ২০২৪ সালের ৫ আগস্টের পর প্রকৃত মালিকগণ মার্কেটের দখল বুঝে নেন। এরপর থেকে স্থানীয় বিএনপি নেতা শামসুল ইসলাম, রুবেল ও সাদ্দাম মিলে ফের মার্কেট দখলের চেষ্টা চালান। তারা কলোনীর ১০ পরিবারকে নানাভাবে হুমকী ধামকী দিয়ে আসছেন। সর্বশেষ বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) দুপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দল নেতা শামসুল, রুবেল ও সাদ্দাম মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কলোনীর বাসিন্দাদের উপর হামলা চালান। এতে নারীসহ ১০ জন আহত হন। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষ চলাকালের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এসব ভিডিওতে স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকর্মীকে সশস্ত্র অবস্থান ও হামলা চালাতে দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিদর্শন করে এসেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আহতরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এঘটনায় এখনো কোনো পক্ষ মামলা করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব জানান, সংঘর্ষের খবর পেয়েছি। পরিস্থিতি শান্ত এবং পুলিশের নিয়ন্ত্রণে আছে। এ ব্যাপারে উভয়পক্ষের সঙ্গে আলোচনা হবে।




