মার্কিন ভিসা স্থগিতের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে: পররাষ্ট্র মন্ত্রণালয়
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ৯:৪৪:৪৯ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিতের ঘোষণার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছে ঢাকা। ট্রাম্প প্রশাসনের নেওয়া এ সিদ্ধান্তের বিস্তারিত জানতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের ঘোষণার পূর্ণাঙ্গ প্রতিবেদন ও আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়ার পর এ বিষয়ে বাংলাদেশের পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ঘোষণা দেয়, বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা বা ইমিগ্র্যান্ট ভিসা দেওয়ার প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে। এ সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন নীতির অংশ হিসেবে নেওয়া হয়েছে বলে জানানো হয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানায়, যেসব দেশের অভিবাসীরা ‘অগ্রহণযোগ্য হারে’ মার্কিন কল্যাণমূলক সুবিধা গ্রহণ করছেন, সেই দেশগুলোর জন্য এই স্থগিতাদেশ কার্যকর হবে।
পোস্টে বলা হয়, পররাষ্ট্র দপ্তর ৭৫টি দেশের ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়া স্থগিত করবে। যুক্তরাষ্ট্র যতদিন পর্যন্ত নিশ্চিত হতে না পারবে যে নতুন অভিবাসীরা আমেরিকান জনগণের কাছ থেকে সম্পদ বের করে নেবেন না, তত দিন পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।
এই ঘোষণার পর বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে যারা পারিবারিক পুনর্মিলন, কর্মসংস্থান বা স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রক্রিয়ায় ছিলেন, তাদের অনিশ্চয়তা বেড়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের আওতা, সময়সীমা এবং বাংলাদেশি নাগরিকদের ওপর এর সম্ভাব্য প্রভাব স্পষ্টভাবে জানা না গেলে কোনো মন্তব্য বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়া সম্ভব নয়। প্রয়োজন হলে কূটনৈতিকভাবে বাংলাদেশের স্বার্থ রক্ষায় উদ্যোগ নেওয়া হবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে।




