খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মালয়েশিয়ায় দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৬, ৭:১১:৫৮ অপরাহ্ন
মালয়েশিয়া প্রতিনিধি:
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে কোতারায়া বাংলা মসজিদে বৃহস্পতিবার বাদ মাগরিব বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি মালয়েশিয়া ও বিএনপি কোতারায়া শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রবাসী বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।
মিলাদ ও দোয়া মাহফিলে নেতৃত্ব দেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি তালহা মাহমুদ। কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা হেলাল উদ্দিন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশের গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বিএনপি মালয়েশিয়ার সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব, এস এম নিপু ও কাজী সালাহ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন বিএনপি কোতারায়া শাখার সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ, বিএনপির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ মানিক, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মোহাম্মদ শাজাহান হাং, মোহাম্মদ বাদল, শাহিন আলম, মোহাম্মদ আবাদ, আবদুল কাদের, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ জাকারিয়া, মিরাজ মাঝি, কে. এ. সবুজ, পলাশ তালুকদার, বাবু সরকার প্রমুখ।





