তেলিয়াপাড়া চা বাগান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে দুই মন্ত্রীর শ্রদ্ধা
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২২, ৭:০৬:৩৩ অপরাহ্ন
মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জে মাধবপুর উপজেলার মহান মুক্তিযুদ্ধের অন্যতম স্মৃতি বিজড়িত স্থান তেলিয়াপাড়া চা বাগান স্মৃতি সৌধে বিজয়ের মাসে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ও বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী এমপি। শনিবার সকালে তেলিয়াপাড়া চা বাগানের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পাশে দুই মন্ত্রী বিভিন্ন ফলদ বৃক্ষের চারা রোপন করেন। পরে লাল শাপলা লেকে বিভিন্ন পোনা মাছ অবমুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল টি কোম্পনীর চেয়ারম্যান শেখ কবির, ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হাসান, সাধারন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ বিল্লাল, সিলেট রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, হবিগঞ্জ পুলিশ সুপার এসএম মুরাদ আলী, সিলেট পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, ন্যাশনাল টি কোম্পনীর ডিজিএম এমদাদুর রহমান মিঠু , অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ, উপজেলা নির্বাহী অফিসার মন্জুর আহসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান, সহ সভাপতি রহম আলী, যুবলীগ সভাপতি ফারুক পাঠান প্রমুখ।