সিলেটে ঈদুল ফিতর পালিত
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০২৪, ৬:২১:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলিম বিশ্বের সবচেয়ে বড় আনন্দ উৎসবের দিন ঈদুল ফিতর ছিল বৃহস্পতিবার (১১ এপ্রিল)। পুরো রমজান মাস সিয়াম সাধনার পর উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সারাদেশের মতো সিলেটেও ঈদুল ফিতর পালিত হয়।
সকালে ঈদের জামাতের মাধ্যমে দিনের সূচনা করেন ধর্ম।প্রাণ মুসলমানরা। জামাত শেষে ঈদের নতুন পোশাক পরে বিভিন্নজন বিভিন্নভাবে নিজেদের মতো করে ঈদ উদযাপন করেন তারা। ছোট্টা সোনামনিরা রংবেরঙের পোশাক পরে দল বেধে হেসে খেলে ঈদ পালন করে। দুপুরের পর অনেকে বাচ্চা কাচ্চা ও পরিজন নিয়ে ঘুরতে বের হন।
বিভিন্ন বাসা-বাড়িতে সাধ ও সাধ্যানুযায়ী ঘরে ঘরে রান্না হয় সুজি, সেমাই, পোলাও, কোরমা, পায়েস, পিঠাপুলিসহ নানা ধরনের সুস্বাদু খাবার। ঈদের নামাজ শেষে চলে শুভেচ্ছা বিনিময়। ঈদুল ফিতর একই সঙ্গে উৎসব ও ইবাদতের আধ্যাত্মিক স্বাদ দিয়ে যায় প্রতিটি মুমিনের মনে। ধর্মীয় মূল্যবোধে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনা শৃঙ্খলিত করে। ঈদের আনন্দ-চেতনার ছোঁয়া মানবিকতা জাগ্রত করে।