গোয়াইনঘাটে যত্রতত্র অটোস্টেশন, জনদুর্ভোগ
প্রকাশিত হয়েছে : ২৩ নভেম্বর ২০২৪, ৭:৫৯:০১ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে নির্দিষ্ট সিএনজি অটোস্টেশন থাকা সত্বেও বিভিন্ন সরকারী ও প্রশাসনিক অফিসের সামনে গড়ে উঠেছে ষ্টেশন। এতে শিক্ষার্থীসহ সাধারণের যাতায়াত ব্যহত হলেও নজরে পড়ছে না সংশ্লিষ্টদের।
গোয়াইনঘাটে নির্দিষ্ট সিএনজি অটোস্টেশন থাকা সত্বেও বিভিন্ন সরকারী ও প্রশাসনিক অফিসের সামনে গড়ে উঠেছে স্টেশন। স্থানীয়ভাবে তৈরী ট্রাকটরও (কুত্তাগাড়ি) সরকারী ইউনিয়ন ভূমি অফিসের সীমানা প্রাচীর ঘিরে বালু ভরাট করে স্টেশন গড়ে তুলেছে। হেলে পড়ছে সরকারী দপ্তরের সীমানাপ্রাচীর।
সাবেক সহকারী কমিশনার (ভূমি) তানভির হোসেন যত্রতত্র অটোবাইক সিএনজি, বিভিন্ন যানবাহন পার্কিং-এ পরপর অভিযান করে উপজেলা সদর যানজট ও পথচারী চলাচলে স্বস্তি ফিরিয়ে এনেছিলেন।তার বদলীর পর সংশ্লিষ্টরা নির্বিকার থাকায় এস আর অফিস, সহকারী কমিশনার ভূমি, গোয়াইনঘাট সদর ইউনিয়ন ভূমি অফিসে সেবাগ্রহীতারা যেতে বিড়্ম্বনায় পড়তে হয়। এই অফিসগুলোর প্রাচীর ঘিরে ট্রাক্টর, অটোবাইক সিএনজি অবৈধ স্টপিজ গড়ে উঠায় যানজট, শিক্ষার্থী, পথচারীদের যাতায়াতে বিঘ্নিত হলেও প্রশাসন রয়েছে নির্বিকার। নির্দিষ্ট স্টেশন থাকার পরও ঐ অফিসগুলো ঘিরে এক’শ মিটার পর পর স্টেশন করায় পুলিশ ও প্রশাসনের জরুরী যানচলাচল বাধাগ্রস্ত হয়। এছাড়া সবজি বাজারের সামনা থেকে আজির উদ্দিন মার্কেট পর্যন্ত মোটরসাইকেল রেখে রাস্তা সংকীর্ণ করে যানজট সৃষ্টি করা হয়। ফলে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিসহ পথচারীদের বিড়ম্বনার শিকার হতে হয়। সংশ্লিষ্টদের এ বিষয়ে জরুরী হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।