সিলেটে ব্যবসায়ীদের মানববন্ধন কাল
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৪, ৮:৩১:৪৫ অপরাহ্ন
সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্সে স্বৈরশাসকের দোসর, ভোটারবিহীন সিলেট চেম্বারের পরিচালনা পর্ষদের পদত্যাগ, প্রশাসক নিয়োগ এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে আবারো রাজপথে নামতে চলেছেন সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীরা।
রোববার সকাল ১১টা ৩০ মিনিটে নগরীর জেলরোডস্থ সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবনের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে। সিলেট চেম্বারের সাবেক পরিচালক আমিরুজ্জামান চৌধুরী দুলু, চেম্বারের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন এক বিবৃতিতে এই কর্মসূচিতে সিলেটের সর্বস্তরের ব্যবসায়ী ও চেম্বারের সকল সদস্যবৃন্দকে মানববন্ধনে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, বর্তমান আওয়ামী মদদপুষ্ট পকেট কমিটি সিলেট চেম্বারের নেতৃত্বে আসীন হয়ে সংগঠনটিকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। ফ্যাসিস্ট সরকারের মদদে চেম্বার ব্যবসায়ীদের প্রকৃত স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তারা বলেন, ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবিকে উপেক্ষা করা হয়েছে, এবং বারবার মানববন্ধন করলেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
বিবৃতিতে তারা বলেন, সিলেটের ঐতিহ্যবাহী এই সংগঠনকে রক্ষায় ব্যবসায়ীরা একতাবদ্ধ। ষড়যন্ত্র প্রতিহত করতে ব্যবসায়ীরা প্রস্তুত রয়েছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। বিজ্ঞপ্তি