গোলাপগঞ্জে যৌথবাহিনীর হাতে ২ আ’লীগ নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:১৭:০৬ অপরাহ্ন
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে যৌথবাহিনীর অভিযানে উপজেলা স্বেচ্ছসেবক লীগ ও ছাত্রলীগের ২ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, হোসাইন আহমদ (৩৫) ও তার ভাই নাঈম আহমদ (২৫)। গ্রেফতারকৃত দুই ভাই উপজেলা সদরের পৌর এলাকার টিকরবাড়ি গ্রামের মৃত তবারক আলীর ছেলে। বড় ভাই হোসাইন স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ছোট ভাই নাঈম ছাত্রলীগ নেতা। মঙ্গলবার ভোর (১৭ ডিসেম্বর) ৪টার দিকে উপজেলার পৌর এলাকার টিকরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এদিকে, গ্রেফতার নাইমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া হোসাইনের বিরুদ্ধেও হামলায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। জানা গেছে, মঙ্গলবার ভোরে গোলাপগঞ্জ গ্যাস ফিল্ড আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর একটি টীম ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল যৌথ অভিযান চালিয়ে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, ৫টি ভুয়া পাসপোর্ট, একাধিক ব্যাংকের ৫টি এটিএম কার্ড, ৬ টি মোবাইল ফোন ও আনুমানিক ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া টাকা তাদের পরিবারের নিকট ফেরত দেওয়া হয়েছে।
আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি কার্যক্রম শেষে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে সেনাবাহিনী। এর সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি মনিরুজ্জামান মোল্যা। তিনি বলেন, আসামিদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।