ইউএসএ-বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২৫, ৫:৫২:২৬ অপরাহ্ন
প্রবাস যাত্রা উপলক্ষে শিক্ষাবিদ সামছুদ্দোহা ফজল সিদ্দিকীকে সংবর্ধনা দিয়েছে ইউএসএ-বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরাম সিলেট। শনিবার সন্ধ্যায় কেমুসাসে উক্ত সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি আবু সালেহ আহমদের সভাপতিত্বে ও প্রফেসর মাসুদ করিমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেমুসাসের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের পরিচালক আমিনুল ইসলাম। আমেরিকা থেকে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের প্রতিষ্ঠাতা শাহ মোঃ সফিনূর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাবন্ধিক এম আশরাফ আলী, অন্বেষা স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল শফিকুল ইসলাম এবং লেখক সাহেদবীন জাফর।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লেখক খলিলুর রহমান, কবি ছয়ফুল আলম পারুল, কবি রিপন মিয়া, কবি তাসলিমা খানম বীথি, লেখক জয়নাল আবেদীন বেগ, সৈয়দ নিয়াজ আহমদ, কবি আল আমীন মোহাম্মদ শরীফ আহমদ, লেখক মোঃ ফাতাউর রহমান, কবি আরব মিয়া পীর, কবি সুকরানা বেগম, কবি নাসরিন সুলতানা, কবি গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি জিয়াউর রহমান জিয়া, গীতিকার আব্দুল আজিজ চৌধুরী, কবি আশরাফ হাছীন জারিফ, কবি আখলাকুল আসপিয়া, গীতিকার বাহাউদ্দিন বাহার ও চন্দন মিয়া প্রমুখ। অনুষ্ঠানে প্রবাস যাত্রা উপলক্ষে ইউএসএ বাংলা আন্তর্জাতিক সাহিত্য ফোরামের সহ-সম্পাদক কবি সামছুদ্দোহা ফজল সিদ্দিকীকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। বিজ্ঞপ্তি