শাহপরানে ইনসান এইড’র নগদ অর্থ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৭:০০:৩১ অপরাহ্ন
সিলেটের শাহপরানে ইনসান এইড এর উদ্যোগে বয়স্ক, বিধবা ভাতা ও অসহায় মানুষদের মধ্যে এককালীন নগদ অর্থ সহায়তা এবং পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে নগদ অর্থ প্রদান মঙ্গলবার সকালে নগরীর শাহপরানের ইসলামাবাদস্থ ইনসান এইড সেন্টারে অনুষ্ঠিত হয়।
ইনসান এইড এর ভাইস চেয়ারপার্সন মাহবুব আলম শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা সমাজসেবা অফিসার নূসরাত-এ এলাহী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেন নাদিম, ইনসান এইডের এসিস্ট্যান্ট ট্রেজারার মুজিবুল হক, পাবলিসিটি অফিসার নুরুল ইসলাম চৌধুরী, মেম্বার রফু মিয়া, সায়রা বেগম, লুৎফুর রহমান, আব্দুল গনি, সিরাজ চৌধুরী, আইডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর নাজমুল হক। সমাজসেবী শামসুল আলম জাকারিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইনসান এইডের ম্যানেজার ইঞ্জিনিয়ার নূর উদ্দিন।
শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আহমদ হোসাইন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইনসান এইডের চেয়ারপার্সন হাফিজ মাওলানা ইউসুফ সালেহ অতিথি সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন মুফতি ইব্রাহিম খলিল। বিজ্ঞপ্তি