তামাবিল মহাসড়কে অজ্ঞাত নারী লাশ
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৭:৪৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট-তামাবিল মহাসড়কের গোয়াইঘাট থানাধীন বাঘের সড়ক গোয়ালজুড় ১১ নং কূপের সামনে অজ্ঞাতনামা এক নারী (৪৫) এর লাশ উদ্ধার করেছে হাঁইওয়ে পুলিশ। পুলিশের ধারণা দ্রুতগামী গাড়ীর চাপায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।
সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে খবর পেয়ে হাইওয়ে পুলিশ গোয়ালজুড় ১১নং কুপ এলাকা থেকে ঐ নারীর মরদেহটি উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে। এ সময় নিহত ওই নারী মুখমণ্ডল রক্তাক্ত অবস্থা ছিলো। এ সময় তার সাথে কোন পরিচয়পত্র না থাকায় এবং তাৎক্ষণিক কোন ব্যাক্তি নিহতের পরিচয় সনাক্ত করতে পারে নি। পরের দিন মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত নিহতের কেউ থানায় এসে খোঁজ নেয় নি বলে জানানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানান উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তিনি আরো জানান নিহতের পরিচয় সনাক্ত করা গেলে থানায় এসে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন তিনি।