মহাজনপট্টি থেকে ইয়াবাসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৯:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর মহাজনপট্টি এলাকা থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে নগরীর মহাজনপট্টিস্থ কাষ্টঘর রোডের প্রবেশমুখ থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম আরিফুল ইসলাম রাফি (২৫)। সে নগরীর ৭নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগরের মো. সেলিমের ছেলে। এসময় তার কাছ থেকে ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।