শ্রমিক কল্যাণ ওসমানী মেডিকেল কলেজের ইফতার মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৫, ৮:১৮:০৪ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট মহানগর সহ-সভাপতি মিয়া মুহাম্মদ রাসেল বলেছেন, রমজান হচ্ছে কোরআন নাযিলের মাস। এই মাসে নাযিল হয়েছে বলেই রোজাকে ফরজ করা হয়েছে। তাই এই রমজানকে তাকওয়া অর্জন ও কোরআনকে অনুধাবনের মাস হিসেবে আমরা বেছে নিতে পারি। যে রাতে কোরআন নাযিল হয়েছে সেই রাতকে হাজার মাসের চেয়েও উত্তম বলা হয়েছে। রমজানের প্রতিটা মুহুর্তকে তাকওয়া অর্জনের জন্য কাজে লাগাতে হবে।
তিনি বৃহস্পতিবার বিকালে নগরীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর হাসপাতাল পূর্ব থানার অধীনস্থ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা আয়োজিত ইফতার মাহফিলপূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।
সিওমেক শাখার সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের মহানগর সাংগঠনিক সম্পাদক মোঃ দিলশাদ মিয়া, ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুস্তাফিজুর রহমান গালিব, ফেডারেশনের হাসপাতাল থানা পূর্বের সভাপতি মুহাম্মদ আল মোমীন, সাধারণ সম্পাদক সদরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক মুয়াজ আল জাকারিয়া।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা গোলাম রাব্বী, আবুল কালাম, আব্দুল আলাল, শহীদুর রহমান, আব্দুল কুদ্দুস, নুরুল ইসলাম, সোহেল মিয়া, হাসিম মিয়া, শাহাবুদ্দিন, জাবেদ আহমেদ, আঙ্গুর উদ্দিন, দেলোয়ার হোসেন, আব্দুল মোমীন, ফরিদ উদ্দিন, মনোয়ারুল করিম, আব্দুর রহমান বাদশা, শাকিলুজ্জামান, মারুফ বিল্লাহ, তরিকুল ইসলাম ও সোহেল রানা প্রমূখ। বিজ্ঞপ্তি