বড়শালায় ভারতীয় চকলেটসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৫, ৯:৩৭:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে এয়ারপোর্ট সংলগ্ন বড়শালা এলাকা থেকে একটি পিকাপসহ তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো, এয়ারপোর্ট থানার মধুটিলা পীরেরগাঁওয়ের আব্দুর রশিদের ছেলে নবী হোসেন (২৬) ও শাহপরাণ থানার বালুচর জামতলা এলাকার তাহির আলীর ছেলে মো. মোজাহিদ (৩০)।
এর সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, রোববার বিকেলে কোম্পানীগঞ্জ টু সিলেটগামী এয়ারপোর্ট থানাধীন বড়শলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি পিকআপ আটক করে তল্লাশী চালিয়ে ২৮ হাজার ৮ পিস বিভিন্ন ব্রান্ডের ভারতীয় চকলেট জব্দ কর হয়। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৮৬ হাজার ১শ ৬০ টাকা। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।