অগ্নিঝরা মার্চ
প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৫, ৭:৪৭:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : আজ ২০ মার্চ। একাত্তরের এই দিনে পাকিস্তানের সামরিক জান্তা বাঙালির স্বাধীকারের আন্দোলন দমনের নীলনকশা বাস্তবায়নের অনুমোদন দেয়। পাকিস্তান সেনাবাহিনীর তৎকালীন মেজর সিদ্দীক সালিকের বইয়ে বলা হয়েছে, ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট ইয়াহিয়া তার সামরিক উপদেষ্টা জেনারেল হামিদ খান, পূর্ব পাকিস্তানের সামরিক প্রশাসক টিক্কা খান, জেনারেল পীরজাদাসহ পদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন। বৈঠকে তিনি সামরিক প্রস্তুতি পর্যালোচনার পাশাপাশি শেখ মুজিবের সঙ্গে বৈঠক ব্যর্থ হলে করণীয় বিষয়ে আলোচনা এবং ‘অপারেশন সার্চলাইট’ অনুমোদন করা হয়।
মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে প্রতিদিনই পিআইএর একাধিক ফ্লাইটে করে সৈন্য ও রসদ ঢাকায় আনা হচ্ছিল। কয়েকটি জাহাজ পূর্ণ করে সৈন্য ও অস্ত্রশস্ত্র আনা হচ্ছিল চট্টগ্রাম বন্দরে। এদিন ছাত্র সংগ্রাম পরিষদ এক বিবৃতিতে পশ্চিম পাকিস্তান থেকে সামরিক বাহিনী ও অস্ত্রশস্ত্র বোঝাই বিমান চলাচল বন্ধের জন্য প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানায়।
ওইদিন সকালে রমনার প্রেসিডেন্ট ভবনে শেখ মুজিব এবং ইয়াহিয়ার চতুর্থ দফা বৈঠক হয়। বৈঠকে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এ এইচ এম কামরুজ্জামান, এম মনসুর আলী, খন্দকার মোশতাক আহমদ ও কামাল হোসেনও উপস্থিত ছিলেন।