মোবারক হো মাহে রমজান
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৫, ৩:১০:০২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: দেখতে দেখতে আমরা মাগফিরাতের শেষ দিনে এসে পৌঁছলাম। কাল থেকে শুরু হবে নাজাতের দশক। এভাবেই কদিন পর আমাদের থেকে এবারের রমজান মাস বিদায় নেবে। পেছনে পড়ে থাকবে আমাদের আমল। সামনের বছর রমজান মাস আমরা হায়াতে পাবো কিনা সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামীন ছাড়া আর কেউ বলতে পারবে না। তাই আমাদের রমজানের এই পর্যায়ে এসে একটু চিন্তা করা দরকার এবারের রমজান থেকে আমরা কী নিতে পারলাম।
রমজান এসেছে আমাদের দেওয়ার জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর কাছের বান্দাদের জন্য বিশেষভাবে পুরস্কারের ব্যবস্থা রেখেছেন এই রমজানে। বান্দার জন্য আল্লাহর সবচেয়ে বড়ো অনুগ্রহ হলো মাগফিরাত বা গুনাহ মাফের সুযোগ।
চলতে ফিরতে প্রতিনিয়ত আমাদের গুনাহ হচ্ছে। কখনো ইচ্ছায়, কখনো অনিচ্ছায় আবার কখনো খামখেয়ালী করে অবহেলায় মানুষ গুনাহ করে। এর দ্বারা আমাদের ক্ষতি করছি। তাই এখন থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার সামনের দিনগুলোতে আমরা গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবো। অতীতে যা হবার হয়েছে, সেটা আমাদের ভুলে যেতে হবে, তবে আল্লাহ আমাদের অতীতের ভুলগুলো মুছে দেবেন, ক্ষমা করবেন।
আমাদের অতীতের ভুল যেনো আমাদের সামনের সুন্দর দিনগুলো নষ্ট করতে না পারে। দ্বিধা কিংবা সংশয় যেনো আমাদের আল্লাহর কাছে মাগফিরাত চাওয়া থেকে বিরত না রাখতে পারে। আল্লাহ তো আমাদের ক্ষমা করবার জন্যই বসে আছেন। সূরা নূরের ৩১ নম্বর আয়াতে আল্লাহ নিজেই বলেছেন, ‘হে মুমীনগণ! তোমরা আল্লাহর কাছে তওবা করো। তাহলে তোমরা সফল হবে’। কাজেই আমাদের নিরাশ হবার কিছু নেই। আল্লাহর রহমত প্রতিনিয়ত আমাদের বেষ্টন করে রেখেছে। মাগফিরাতের শেষ দিনে এসে মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁর অসংখ্য প্রিয় বান্দার সাথে আমাদেরও ক্ষমা করে দেবেন। এটাই আমাদের প্রত্যাশা। আমাদের পথচলা হোক সেই প্রত্যাশার আলোকে।