অগ্নিঝরা মার্চ
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৫, ১২:৩২:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: আজ ২২ মার্চ। ১৯৭১ সালে এ দিনটিতে স্বাধীনতার দাবিতে বিক্ষুব্ধ মানুষের সভা, শোভাযাত্রা এবং গগনবিদারী স্লোগানে রাজধানীর আকাশ-বাতাস মুখরিত ছিল। প্রকৃতপক্ষে রক্তঝরা উত্তাল অসহযোগ আন্দোলনের প্রতিটি দিনই ছিল বৈপ্লবিক।
বিক্ষুব্ধ পরিস্থিতির মধ্যে এদিন সকাল সাড়ে ১১টায় প্রেসিডেন্ট ভবনে শেখ মুজিব, ইয়াহিয়া ও ভুট্টোর সঙ্গে আলোচনায় মিলিত হন। প্রায় ৭৫ মিনিটব্যাপী আলোচনা শেষে শেখ মুজিব প্রেসিডেন্ট ভবনের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের উদ্দেশে বলেন, প্রেসিডেন্টের সঙ্গে আমার নির্ধারিত বৈঠক ছিল। সে অনুযায়ী আমি প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে যাই। সেখানে মিঃ ভুট্টো উপস্থিত ছিলেন। আমি প্রেসিডেন্টকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে, ৪টি শর্ত পূরণ না হলে আমরা জাতীয় পরিষদের অধিবেশনে যোগদান করতে পারি না।
অতঃপর দুপুর ১টায় স্বীয় বাসভবনে ফিরে শেখ মুজিব পুনরায় সাংবাদিকদের ব্রিফিং দেন। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে শেখ মুজিব বলেন, ‘ইতোমধ্যে বাংলাদেশে গুরুতর পরিস্থিতি বিরাজ করছে। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে।