আ’লীগ নিয়ে বড় দলের কিছু নেতার ভূমিকা রহস্যজনক : এবি পার্টির ইফতারে মঞ্জু
প্রকাশিত হয়েছে : ২১ মার্চ ২০২৫, ১০:২৫:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বড় রাজনৈতিক দলের কিছু নেতার ভূমিকাও বেশ রহস্যজনক। তাদের কেউ কেউ একবার বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তারা চান না। আবার বলছেন, আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না। তাদের কারো কারো কাছে এখনই ‘বার বার ফ্যাসিবাদ শব্দ শুনতে ভালো লাগে না’।তিনি শুক্রবার সিলেট মহানগর এবি পার্টি আয়োজিত শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে এসব কথা বলেন।
মঞ্জু বলেন, গুম, খুন, গণহত্যা, সন্ত্রাসবাদ ও লুটপাটের অভিযোগে দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিবাদীদের বিচার, নিষিদ্ধ ও নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের অবস্থান শুরু থেকেই বিভ্রান্তিকর।
তিনি দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগের হাতে থাকা থকথকে রক্তের দাগ এখনও শুকায়নি এবং তাদের একজন সাধারণ কর্মীর কণ্ঠেও ভুল স্বীকার বা ক্ষমা চেয়ে অনুতপ্ত হওয়ার কোন লক্ষণ নেই। ৬/৭ মাস যেতে না যেতে তাদের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত দলের নেতাদের এরকম দ্বিধান্বিত অবস্থান খুবই হতাশাজনক। বিলম্ব না করে জাতিসংঘ কর্তৃক খুন, সন্ত্রাসবাদ ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগের ব্যাপারে একটি ঐকমত্যে পৌঁছার জন্য এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু অন্তর্বর্তী সরকারসহ সকলের প্রতি আহ্বান জানান।
দলের সিলেট মহানগর আহ্বায়ক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকের সভাপতিত্বে ও জেলা আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. সরওয়ার উদ্দিন চৌধুরী, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুকতাবিস-উন-নূর, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমেদ হেলাল, টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজা’র সেক্রেটারি সাকিব আহমদ মিঠু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা আহ্বায়ক আবু সাঈদ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় মহাসচিব মকছুদ হোসেন, এবি পার্টির মহানগর সদস্য সচিব রেজাউল করিম শোয়েব, জেলা সদস্য সচিব অ্যাডভোকেট হোসাইনুর রহমান লায়েস, যুবনেতা এম তানজিল হোসেন।