সিলেট অঞ্চলের কৃষি কর্মকর্তাদের খামারি মোবাইল অ্যাপ ও ক্রপ জোনিং সিস্টেম বিষয়ক প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৫, ৯:১৪:৪০ অপরাহ্ন
কৃষি সম্প্রসারণ অধিপ্তরের সিলেট অঞ্চলের কৃষি কর্মকর্তাদের জন্য খামারি মোবাইল অ্যাপ ও ক্রপ জোনিং সিস্টেম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের আয়োজনে সিলেট অঞ্চল অতিরিক্ত কৃষি পরিচালকের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিএআরসি, এসআরএস বিভাগের সদস্য পরিচালক ড. মোঃ বক্তীয়ার হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন, ক্রপ জোনিং প্রকল্পের বিএআরসি ক্রপ এক্সপার্ট ড. মোঃ আজিজ জিলানী চৌধুরী । কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, সিলেট অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন। ক্রপ জোনিং সিস্টেমের উপস্থাপনা করেন ক্রপ জোনিং প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আবিদ হোসেন চৌধুরী। খামারি মোবাইল অ্যাপ ব্যবহার বিষয়ক উপস্থাপনা করেন ক্রপ জোনিং প্রকল্পের পরিচালক (কম্পিউটার ও জিআইএস ইউনিট) হামিদুর রহমান। কর্মশালায় জানানো হয়, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। তবে দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি, আবাদি জমির পরিমান হ্রাস, ভূমি ও মৃত্তিবন সম্পদ এবং কৃষি উপকরণের কার্যকর ও সঠিক ব্যবহার, গবেষণার সাথে মাঠ পর্যায়ে ফলনের পার্থক্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির মতো বহুবিধ চ্যালেঞ্জের সম্মুখীন বর্তমান কৃষি।
ক্রমহ্রাসমান আবাদি জমি এবং সীমিত প্রাকৃতিক সম্পদের বিপরীতে জনগোষ্ঠীর খাদ্যের যোগান দিতে হলে কৃষি জমির সর্বোত্তম ব্যবহার ও ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন। এ প্রেক্ষিতে টেকসই কৃষি উন্নয়ন পরিকল্পনা প্রনয়ন ও লাগসই প্রযুক্তির প্রয়োগ অপরিহার্য। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) কৃষির বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় টেকসই কৃষি উৎপাদন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ২০১৭ সাল হতে ক্রপ জোনিং বাস্তবায়ন করছে। এর মাধ্যমে সার খরছ সাশ্রয় ও ফলন বৃদ্ধি করা সম্ভব। যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ।