শাহজালাল মাজারে ওরসে থাকবেনা গান-বাজনা
প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২৫, ৯:২৭:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: ৭০০ বছরের ইতিহাসে এক ব্যতিক্রমী ওরস হতে যাচ্ছে হযরত শাহজালাল (র.) এর মাজারে। পুলিশের সহযোগিতায় ও উলামায়ে কেরামদের উদ্যোগে প্রথমবারের মতো গান-বাজনা, শিরক-বেদাআত ও মাদকমুক্ত ওরস আয়োজনে নেয়া হয়েছে নানা পদক্ষেপ। ওরস উপলক্ষে দিক নির্দেশনা নিয়ে শুক্রবার বিকেলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন এসএমপি কমিশনার মোঃ রেজাউল করিম।
তিনি বলেন, এবার শাহজালাল (র.) মাজারের ওরস সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে সম্পন্নের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পুলিশ প্রশাসন, মাজার কর্তৃপক্ষ, আলেম-উলামা ও সাংবাদিকসহ বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের নিয়ে গঠিত তদারকি কমিটি ওরস চলাকালীন পুরো পরিস্থিতি মনিটরিং করবে। মাজারের পবিত্রতা রক্ষার স্বার্থে এবার ভক্তবৃন্দের প্রতি আমাদের আহ্বান, সবাই যেন মাজারে সিজদা প্রদানসহ সকল শিরকি ও বিদাআতি কার্যক্রম থেকে বিরত থাকেন। নারীরা পর্দার সঙ্গে অবস্থান করবেন। কেউ যেন মদ-গাঁজার আসর না বসান। এসব বিষয় তদারকটি কমিটি সার্বক্ষণিক খেয়াল রাখবে।
তিনি আরো বলেন, পুলিশের বিভিন্ন টিম মাজার প্রাঙ্গনে সার্বক্ষণিক সতর্ক অবস্থানে থাকবে। তারা সবধরণের অসামাজিক-অনৈসলামিক ও বিশৃঙ্খলার প্রচেষ্টা রুখে দিবে। মাজার প্রাঙ্গনে চুরি-ছিনতাই ও প্রতারণামুলক সবধরণের কর্মকান্ড রোধেও কাজ করবে পুলিশ। মাজারসহ এর আশপাশের এলাকায় সাদা পোশাকে আইনশৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান করবে।
ব্রিফিংকালে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও সেনাবাহিনী ও র্যাব-৯ এর সংশ্লিষ্ট কর্মকর্তা, মাজার কর্তৃপক্ষ এবং পুলিশ কর্তৃক গঠিত ওরস তদারকি কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গ- আগামী ১৮ ও ১৯ মে (রোববার ও সোমবার ) শাহজালাল (র.) মাজারে ওরস অনুষ্ঠিত হবে। এরই মাঝে ভক্তবৃন্দ মাজারে আসতে শুরু করেছেন। অনেক ভক্ত নিয়ে এসেছেন গরু-ছাগলসহ মান্নতের জিনিসপত্র। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা।
জানা গেছে, প্রতিবছর ওরসে গান বাজনা, শিরক-বেদআতসহ মাদকের জমজমাট আসর বসানো হতো। এবছর সিলেটের উলামায়ে কেরাম ও দ্বীন সচেতন মুসল্লিদের সংগঠন শাহজালাল (র.) তাওহীদি কাফেলা, মাজার কর্তৃপক্ষ, সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মিলিত সিদ্ধান্তে মাজার প্রাঙ্গনে সব রকম পাপাচার বন্ধের উদ্যোগ নেয়া হয়েছে। নামাজ ব্যতীত কেউ যাতে কোথাও সিজদা না দেন সে ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে উপরে শাহজালাল (র.) এর মাজারের সামনে ব্যানার টানানো হয়েছে। তবে মাজার এলাকার বিভিন্ন স্থানে এভাবে আরও ব্যানার টানানোর দাবী ধর্মপ্রাণ মুসল্লীদের।