শান্তিগঞ্জে ইসলামিক রিলিফের কুরবানির মাংস বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৮ জুন ২০২৫, ৭:৩৪:০৭ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি: ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে ও দরিদ্র-অসহায় পরিবারের পুষ্টির চাহিদা পূরণে শান্তিগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নে কোরবানির মাংস বিতরণ করেছে আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ।
ঈদের পরদিন রোবার (৮ জুন) উপজেলার পশ্চিম পাগলা, পশ্চিম বীরগাঁও ও জয়কলস ইউনিয়নের ৭০০টি দরিদ্র পরিবারে ২ কেজি করে কোরবানির মাংস বিতরণ করা হয়। মোট ২০টি গরু কোরবানি করে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
পশ্চিম পাগলা ইউনিয়নের রায়পুর (বড় মসজিদ) প্রাঙ্গণে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দারা বলেন, “এ ধরনের উদ্যোগ ঈদের আনন্দে আমাদেরও সামিল করেছে। যারা নিজেরা কোরবানি দিতে পারেন না, তাদের জন্য এটি ছিল এক বিরাট সহায়তা।”
আয়োজকরা জানান,ঈদ উপহার বিতরণ ইসলামিক রিলিফের সিজনাল প্রকল্পের অন্যতম এছাড়াও দুর্যোগকালীন সময়েও বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করে মানুষের পাশে দাড়ান তারা।
বিতরণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি ও ইসলামিক রিলিফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।