তীব্র গরমে বিপর্যস্ত শান্তিগঞ্জ:ঈদের তৃতীয় দিনেও জনদুর্ভোগ চরমে
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০২৫, ১২:০৬:০৪ অপরাহ্ন
আলাল হোসেন,শান্তিগঞ্জ:
ঈদের তৃতীয় দিনেও শান্তিগঞ্জ উপজেলায় তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সকাল থেকে প্রচণ্ড রোদের কারণে রাস্তাঘাট ফাঁকা,স্বাভাবিক কার্যক্রমে এসেছে স্থবিরতা। বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, শিশু ও বৃদ্ধরা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।
কেউ কেউ কাজ ছেড়ে ছায়া খুঁজে বসে আছেন। অনেকের মুখেই শোনা গেল,”না খেয়ে থাকলেও এই রোদের মধ্যে কাজ করা অসম্ভব হয়ে গেছে।”
উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজারে ঘুরে দেখা গেছে, রিকশা-ভ্যান চালক ও নির্মাণশ্রমিকরা কর্মস্থলে গেলেও গরমে বেশিক্ষণ কাজ করতে পারছেন না। কেউ কেউ বলেন, “এই রোদের মধ্যে ১০ মিনিট থাকলেই মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা।
তাঁদের মধ্যে অধিকাংশই শিশু ও বয়স্ক মানুষ।খেটে খাওয়া মানুষ, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ভোগান্তিতে।
শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ইকবাল হাসান বলেন, প্রচণ্ড গরমে মানুষকে অন্যান্য সময়ের তুলনায় একটু বেশি সচেতন থাকতে হবে। রোদে যাওয়া যাবে না। যদি যেতেই হয়, তাহলে অবশ্যই ছাতা ব্যবহার করতে হবে। গরমে গরুর মাংস কম খাওয়া উচিৎ। যাদের শারীরিক সমস্যা আছে তারা অবশ্যই গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে। পানি বেশি বেশি পান করতে হবে।
আমরা সাধারণ ২/৩ লিটার পানি পান করি। গরমে ৪/৫ লিটার পানি পান করতে হবে। নিয়মিত প্রস্রাব হচ্ছে কি না খেয়াল রাখতে হবে। শরীর বেশি ঘামলে গোসল করতে হবে। বেশি সমস্যা হলে অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিতে হবে। শিশুদের আলাদা যত্ন নিতে হবে।