সুনামগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৫, ৭:৫৫:৫৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার রামনগর গ্রামে ৫ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ৮ টায় রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে রেন্ট্রি গাছের নীচ থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিশুটির নাম ফারিহা বেগম (৫)। সে জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নের রামনগর গ্রামের মুজিবুর রহমানের মেয়ে।
জামালগঞ্জ থানার এসআই শামিম কবির বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। এখনও ঘটনার কারণ জানা যায়নি। তদন্ত চলছে। লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।