সুনামগঞ্জে বিয়ে বাড়িতে হামলা, নারীসহ আহত ১০
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৫, ৭:৫৬:৫৩ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালি ইউনিয়নের বড়ঘাঘটিয়া গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে হামলায় নারীসহ ১০ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বড় ঘাঘটিয়া গ্রামের আব্দুস সাত্তারের ভাই আব্দুল কদ্দুসের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল বুধবার। বিয়ে উপলক্ষে মঙ্গলবার আব্দুল কদ্দুসের বাড়িতে আত্মীয়স্বজন এসে রাতে রান্নাবান্নার কাজ করছিলেন। রাত ১ টার দিকে পূর্বশত্রুতার জের ধরে হঠাৎ করে একই গ্রামের আব্দুর রউফ এর নেতৃত্বে একদল লোক এসে বিয়ে বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় ১০ জন আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
আহতরা হলেন- আব্দুস সাত্তার (৭০), জুলেখা বেগম (৫০), এমরুল হাসান (৩০), নুরুজ্জামান (৩০), সাবিকুন নাহার (৪০), আবু তালহা (২৪), আকমল (৩০) ও আব্দুল হক (৩৫)।
জামালগঞ্জ থানার এসআই সুমন দেব জানান, সংঘর্ষের খবর শুনে রাতেই ঘটনাস্থলে যাই। গুরুতর আহতদের হাসপাতালে চিকিৎসা নিতে পাঠাই। এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেবো।