সৌদিতে সড়ক দুর্ঘটনায় রাজনগরের যুবক নিহত
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৫, ৭:৫৮:৩৭ অপরাহ্ন
রাজনগর সংবাদদাতা:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজারের রাজনগরের মোঃ তছির মিয়া (৩৬) নামে এক যুবক নিহত হবার খবর পাওয়া গেছে। গত ৫ জুন রাত সাড়ে ৯টার দিকে সৌদি আরবের গৌছিয়া মহাসড়কে নিজের চালিত টেক্সিকে পেছন থেকে আসা একটি মাইক্রো সজোরে ধাক্কা দিলে তার গাড়িতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের করিমপুর গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে সৌদি প্রবাসী মোঃ তছির মিয়া (৩৬) গত ৫ জুন বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ব্যক্তিগত কাজ শেষে নিজের টেক্সিযোগে বাসায় ফিরছিলেন। ফেরার পথে জেদ্দা আঞ্চলিক মহাসড়কে পেছন থেকে আসা একটি মাইক্রো তার গাড়িকে সজোরে ধাক্কা দিলে তৎক্ষণাৎ গাড়িতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ও সেখানকার ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায় এবং ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিসহ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের ভাতিজা মোঃ আফসার মিয়া জানায়, করিমপুর গ্রামের মৃত ইসহাক মিয়ার ৬ ছেলে মধ্যে তছির মিয়া ৫ম সন্তান। তিনি বিগত ২০০০ সালে জীবিকার অন্বেষণে সৌদি আরব যান এবং সর্বশেষ ২০২২ সালে কিছুদিনের ছুটিতে দেশে এসেছিলেন। নিহত তছির মিয়ার আরো দুই ভাই সেখানে রয়েছেন। তারা দেশে লাশ পাঠানোর প্রক্রিয়া করছেন।