ছাতকে জামায়াতের জনশক্তি সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৫, ৬:৪৭:৩৯ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি ::
ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়ন জামায়াতের এক জনশক্তি সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের কাঞ্চন পুর বাজারে শনিবার দুপুরে জামায়াতে ইসলামীর এ জনশক্তি সভা অনুষ্ঠিত হয়। উত্তর খুরমা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নাসির উদ্দীনের সভাপতিত্বে ও ডা. আসকির আলী পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী।
বিশেষ অতিথি হিসাবে সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সালাহ উদ্দিন,বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী, সাবেক ছাত্র শিবিরের নেতা ছাইম উদ্দিন মেম্বার। সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্তর খুরমা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।