দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের গতকালের ফলাফল
প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২৫, ৭:৪৯:২৮ অপরাহ্ন
সিলেট জেলা স্টেডিয়ামে চলমান দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ এর রোববারের খেলায় শেখঘাট পাইওনিয়ার্স ক্লাব ৩-২ গোলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ক্রীড়া সংস্থাকে হারিয়ে বিজয়ী হয়।
উক্ত ম্যাচে প্লেয়ার অব দ্যা ম্যাচ মনোনীত হন শেখঘাট পাইওনিয়ার্স ক্লাব এর ৯ নং জার্সিধারী খেলোয়াড় রাজু আহমদ। উক্ত ম্যাচের প্লেয়ার অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করেন সাবেক ক্রীড়াবিদ মোঃ শাহজাহান আলী এবং দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির সদস্য নাসির উদ্দিন।
সিলেট জেলা ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এবং দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির পরিচালনায় ও দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের স্বনামধন্য ১০টি ক্লাবের অংশগ্রহণে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ অনুষ্ঠিত হচ্ছে।
আজকের খেলা: হোয়াইট মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম শহীদ বাছির অগ্রগামী ক্লাব (বেলা ০৩.৩০ টা, সিলেট জেলা স্টেডিয়াম)। বিজ্ঞপ্তি